যে যাই বলে বলুক আর যে যাই ভাবে ভাবুক
তোকে ভালোবেসেই আমি বিশ্ব করব জয়
তোকে ভালোবেসেই আমি দম্ভের ধৃষ্ঠ করব লয়
তোকে ভালোবেসেই আমি শ্রাবণ করব মধুময়।
যে যাই বলে বলুক আর যে যাই ভাবে ভাবুক
তোকে নিয়েই পাড়ি দেবো হেক্ট-কিলোঃ পথ
তোকে নিয়েই খুঁজব আমি সাত রাজার ধণ সব
তোকে নিয়েই বাঁচব আমি কবর অবধি যত মত।
যে যাই বলে বলুক আর যে যাই ভাবে ভাবুক
তোকে নিয়েই গড়ব আমি মনের যত শখ
তোকে নিয়েই সফল হবো- যতই আসুক ঝড়
তোকে নিয়েই
..................... অসমাপ্ত