বন্ধু তুমি এগিয়ে চলো
মিছে ভয় কেনো করো
সময়ে আমরা ফুঁটাবোই ফুল
শুরুটা শুধু করে দেখো,
পিছন পথে দেখোনা ফিরে
সামনে এগিয়ে চলো,
পড়ে যেতে থাকলে কেউ
শক্ত করে তাকে ধরো,
সরে যেতে চাইলে কেউ
বুকে চেপে তাকে রাখো।
চলার পথে কিছু গরচায়
মন খারাপ নয় কখোনো,
টুকিটাকি ভুলে হাল ছেড়োনা
ভবিষ্যতে সতর্ক হইও।
নীতি অবশ্যই তাকোয়ার সাথে
পরকে আপন ভাবো,
নিশ্চিত তবে ফসল ঘরে
কারা ঠেকাতে পারে।
০৪ আশ্বিন, ১৪২৩
২০ সেপ্টেম্বর, ২০১৬
১৭ জিলহজ, ১৪৩৭
ভালুকা, ময়মনসিংহ