নিয়ে গেলাম অনেক টাকা
কাঁচা বাজারেই ব্যালেন্স ফাঁকা
মুদী দোকানে আগের দেনা
মাছ মাংস হলোনা কেনা,
প্রসাধনী রইল শিকেয় তোলা
চোখ রাঙানি -গিন্নির গলা;
প্রতিদিন কি আর যায় গেলা
আলু ভর্তা ডিম শাঁক কলা।
নাতিনাতনি ধরেছে বায়না
যাবেই যাবে আজকে মেলা
কিনতে হবে চটকু ঘোড়া!
তাই নিয়ে তারা করবে খেলা
একে অন্যে; মন্ত্রী–রাজা,
সবখানে কি আর চলে না, না
পা বাড়ালাম- আবার দেনা।


আশ্বিন ০৩, ১৪২৩
সেপ্টেম্বর ১৮, ২০১৬
জিলহজ ১৫, ১৪৩৭

ভালুকা, ময়মনসিংহ