জিলহজ দশে ঈদ
আনন্দে নাই নিঁদ
রোদ-বৃষ্টি, শীত-
এবার ভাদ্রে মিট।

আমরা ক্ষুদ্র চিজ
গরীব-ধনীর ব্রিজ
পৌঁছে দেবো পিস
কাউরে নয় মিস,  
পরিমাপেও ঠিক ঠিক
এক দুই তিন লিষ্ট।


২৮ ভাদ্র, ১৪২৩
১২ সেপ্টেম্বর, ২০১৬
০৯ জিলহজ, ১৪৩৭

ভালুকা, ময়মনসিংহ