আমি তো সেদিনই ম্যাসেজ লিখতে ভুলে গেছি
যেদিন তুই আমায় বলেছিস; আমায় খুঁজছিস,
আমি তো সেদিনই চাঁদ দেখতে ভুলে গেছি
যেদিন থেকে তুই আমার দৃষ্টি গোচর হয়েছিস।

আমি তো সেদিনই ফুল ছুঁতে ভুলে গেছি
যেদিন তুই আমাকে একটু আলতো ছুঁয়েছিস
আমি তো সেদিন থেকেই শান্ত-প্রশান্ত হয়েছি
যেদিন তুই আমাকে আরো দুর্দান্ত হতে বলেছিস।

আমি তো সেদিন থেকেই তোর কাছে হেরে আছি
যেদিন থেকে আমার বৃষ্টি-রোদে মেঘ হয়েছিস,
আমি তো সেদিনই নদীর ঢেউ গুনতে ভুলে গেছি
যেদিন তোর মুগ্ধ জলে আমায় ভাসিয়েছিস।

আমি তো সেদিনই স্মার্টনেস ভুলে গেছি
যেদিন তুই আমায় রংটা পাল্টে পরতে বলেছিস,
আমি তো সেদিনই আকাশ ছোঁয়ার স্বপ্ন ভুলে গেছি
যেদিন তুই আমায় নিয়ে তারা গুনেছিস।

আমি তো সেদিনই বন্ধুদের আড্ডা ভুলে গেছি
যেদিন থেকে তোর কথার ভাঁজে পাগল হয়েছি,
আমি তো সেদিনই প্রেমের সংজ্ঞা খুঁজে পেয়েছি
যেদিন তোর কাজল চোখ দুটো প্রথম দেখেছি।  


রবিবার
২৬ ভাদ্র, ১৪২৩
১১ সেপ্টেম্বর, ২০১৬
০৮ জিলহজ্ব, ১৪৩৭

ভালুকা, ময়মনসিংহ।