তেল খেলে গ্যাস ভাসে
হুট হাট ফুসে ফাপে-
মেদ ভূড়ি নড়ে চড়ে,
গাড়ি হঠ্যাত হর্ণ মাড়ে
আশে পাশে নাক ধরে।
সব লোকে তেল মাড়ে
কম বেশি বস গেলে
অতি খেলে আগে ডোবে
আসল নকল গুলে ফেলে,
ফাও তেলে ঘাই মাড়ে
আয় রোজ যায় কমে
ঘানি টানে ব্যয় ভাড়ে।
অপাত্রে তেল দিলে
স্বজোরে ফোসকা পড়ে
কলঙ্ক বসে উষ্ঠ পৃষ্ঠে।
জয়তুনে হাই তোলে
রোগ ব্যাধি যায় দূরে
তিল তিশি মচমচে-
বোদ্ধা যায়না বেল তলে।