রাত জানে দিনের কথা
দিন জানে রাতের
সূর্য জানে চাদের কথা
চাঁদ জানে সূর্যের,
নদী জানে ঢেউয়ের মাত্রা
ঢেউ জানে ভাঙনের,
তুমি জানো আমার কথা
আমি তোঁমার হৃদয়ের।
বাঘ জানে হরিণের যাত্রা
হরিণ রাখে বাঘের
পানির সাথে মাছের সম্পর্ক
সৃষ্টি-লগ্ন আগের,
তোমার সাথে আমার সন্মন্ধ
পুরাণ বহু দিনের,
দেখা না হলেও হয়না ছেঁড়া
প্রেম প্রিয়সি মনের।