প্রতিদিন হোক এক-একটা ঈদ
ত্রাস মুক্ত জঙ্গি মুক্ত চারিদিক,
সবার চাওয়া একটা হওয়া ঠিক
মঙ্গল যাত্রায় দল মত নয় বিগ,
তবেই অদৃশ্য অশুভ শক্তি লিক
ঘরে ঘরে জ্বলবে শান্তির প্রদীপ।
অতঃপর রইবেনা কারো বুকপিঠ
দেশ বিদেশে লাঞ্জনা আর ধিক-
সুশাসন মূদ্রাস্ফিতি নিশ্চিত চিত।

নিড; সদা সচল আন্দোলন সামাজিক
গতিতে আনতে হবে যা বেগতিক,
তাঁহার শিশু; তোমার শিশু আমার শিশু
ভেদাভেদ নেই- মোহাম্মদ যীশু,
বেপথ থেকে ফিরে- বানাতে হবে টিপু
তবে কভু অপশক্তি নিবেনা পিছু-  
কোঁথাও ঘটবেনা অনাকাঙ্ক্ষিত কিছু।

প্রতিদিন হোক এক-একটা ঈদ
সবার আঁখিতে প্রশান্তির নিঁদ।


বৃহস্পতিবার
২৩ আষাঢ়, ১৪২৩
০৭ জুলাই, ২০১৬
০১ শাওয়াল, ১৪৩৭

ভালুকা, ময়মনসিংহ