এসো- এসো- এসো তবে
ফিরে এসো রাসুলের পথে
শান্তি সেথায় দুনিয়া জুড়ে।
দাঙ্গা ত্রাসে ডুবে থেকে
পারেনি কেহ সুখি হতে-
দিতেও পারেনি কভু কাউকে
তাতে শুধু শুধু কষ্ট বাড়ে
বিভীষিকা হয়ে সমাজ পোড়ে
রাষ্ট্র-জাতির মাথা নুয়ে পড়ে।
তুমি সুঠাম সুস্থ পূর্ণ যুবক
তোমার প্রখর বুদ্ধি বিবেক,
তবে ধর্ম না বুঝে-
ধর্মকে দিবে কেনো পদতলে মিশে
ইহুদি নাছারা শয়তানের প্রলোভনে!
কোন ধর্মে যুক্ত আছে
মানুষ হত্যা-যজ্ঞে মনুষত্ব্য বাড়ে
আল-কোরআন বলে;
তবে গোটা মানবকে হত্যা করলে।
এসো- এসো- এসো তবে
ফিরে এসো রাসুলের পথে
আল্লাহ্কে সেখানেই পাবে।
মঙ্গল বার
২১ আষাঢ়, ১৪২৩
০৫ জুলাই, ২০১৬
২৯ রমজান, ১৪৩৭
ভালুকা, ময়মনসিংহ