এই ব্যথাই কি তোমার শেষ ব্যথা
আর হবেনা দেখা –
কষ্টের মরুভূমিতে আমি একা।
ভেজা চোখের কাজল যাচ্ছে গড়িয়ে  
তোমার আসার পথে
- একটু দেখো ফিরে;
আমার বুকের পাঁজর দহনের সাগর
দুঃখ আর মূকের ক্বদর
তোমার পরশ সেথায় সুখের আঁচর।
যুগে যুগে বাবুই বাঁধে বাসা
নিজের খেয়ালে সকাল-সন্ধ্যাবেলা
অবশেষে কারো কারো হয়না থাকা
তবুও ওড়েনা বাবুই খড়কুটো ছাড়া
একই তাল গাছে আবার বাঁধে বাসা
প্রতিদিন ভোরবেলা।



বুধবার
১৮ জৈষ্ঠ্য, ১৪২৩
০১ জুন, ২০১৬
২৪ শাবান, ১৪৩৭

ভালুকা, ময়মনসিংহ