তাদের জন্য অর্থ সংকটই ভালো;
যারা অপচয়ের জন্য অযথা অযথা বাহিরে বাহিরে ঘোরেন
পরিবার পরিজনদের দূরে দূরে রাখেন
তখন তার সেই অর্থ না থাকলে তিনি ঘরে থাকেন
আর তখন তাদের পারস্পারিক মধুরতা  আরো মধুরতর।



মঙ্গলবার
১৭ জৈষ্ঠ্য, ১৪২৩
৩১ মে, ২০১৬
২৩ শাবান, ১৪৩৭

ভালুকা, ময়মনসিংহ