১-
কোন বাবা মহৎ!  
যে বাবা সন্তান জন্ম দিয়ে তাঁকে হত্যা করতে চায় সেই পিতা,
না- সেই সন্তানকে আদর যত্নে যে মানুষ করে  
- সেই হাউতা বাবা।

২-
হায়রে টাকা!
দুনিয়ায় তোর কাছেই যত ঠেকা
বিয়ে করা বউ-ও ঠিকই মুখ দেখায়না
পকেট যখন ফাঁকা।

৩-
তাঁরাই প্রকৃত বুদ্ধিমান;
যারা যে কোনো পরিস্থিতিকে তাৎক্ষণিক মেনে নেয় হাসি-খুশি
আর সিদ্ধান্ত ঝোকের মাথায় নেয়না; নেয় ভেবে-চিন্তে।