কি এক ভীষণ জ্বালা এই বুকে
পাঁজরের তাপ উত্তাপে কঠিণ শীলা, গ্রানাইট -  
টগবগ করে গলে বয়ে যায় গলদ নদীতে,
গোকরার বিষ এই পাশে চিন চিন করে ওঠে
কেনো দংশন করেছিলে হঠ্যাত সেদিন
একরাশ গোলাপের শীতল কোমল স্বাদ নিয়ে।

কি এক বিষম স্বপ্ন ছুঁড়ে
হারিয়ে গেলে তুমি অজানা কোন দুর-দূরান্তরে
কখন আবার ফেরার সময় হবে তোমার-
আমার এক্কাদোক্কা এই রেল স্টেশনে।

কি এক দুঃছবি একে চলেছি আমি আমার চোখে
তুমি ভাবছ আমায় গোধূলী বেলায় সমূদ্র তটে।


রবি বার
১৭ বৈশাখ, ১৪২৩
০১ মে, ২০১৬
২২ রজব ১৪৩৭

ভালুকা, ময়মনসিংহ