কেমন করে ভুলবে আমায়
আমি যে তোমার অস্থিমজ্জায়
কেমন করে কাঁদাবে আমায়
আমি যে তোমার হাসির ছোঁয়ায়
কেমন করে ফাঁসাবে আমায়
আমি যে তোমার ফাঁদের অপেক্ষায়
কেমন করে ভাসাবে আমায়
আমি যে দাঁড়িয়ে জোয়ার ভাঁটায়
কেমন করে অন্ধ আমায়
আমি যে তোমার কোঠার কোণায়
কেমন করে ছাড়বে আমায়
আমি যে বাঁধা তোমার অহমিকায়
কেমন করে শূলবে আমায়
আমি যে মত্ত- তোমার পদ্ম সময়
মঙ্গল বার
২০ বৈশাখ, ১৪২৩
০৩ এপ্রিল, ২০১৬
২৫ রজব ১৪৩৭
গাজীপুর, ঢাকা।