একবার যদি করি পাস
দেবো লম্বা অঝরা বাঁশ
বুঝবি- বুঝবি তখন
কেনো এবার আমার নির্বাচন
কত পান্তা খেতে কত লবণ  
মরা কঞ্চির কত হাশপাশ।
  
আগে কেটেছি ফলের গাছ
এবার সাফ নদী বিলের মাছ
তোদের জমিতে করে চাষ
আমার গোলায়- ব্যাস!

গত টার্মের হারার খরচ
তবে-রে এবার হিসাব সরস  
সবই আমি করব সঞ্চয়;  
উত্তরসুরীর যত আয়-ব্যয়।