না, না, না- আর বলোনা বিদায়
আমার বুকের ভেতর রয়না হৃদয়
মনটা আটকা পড়ে হিমাঙ্কের নিম্ন কোঠায়।

না, না, না- আর বলোনা আজ আর নয়
তবে পায়ের নিচে জমবে এবোথেবো কাদা
আমার চোখের বৃষ্টির ফোটায়।

না, না, না- না ছুঁয়ে আজ যেওনা কোঁথাও
কাল এসে পাবেনা তুমি এমন আমায়
প্রতিটি ফুল ফোঁটার থাকে একটা নিদির্ষ্ট সময়।

না, না, না- একা করে কখনো যেওনা আমায়
তোমায় ছাড়া রাতদিন থাকে অজানায়
আমার পৃথিবী তখন শূন্য, শূন্য, শূন্য- ধোঁয়ায়।