একবার দুইবার তিনবার -কান ধরছি
এই উঠছি আর বসছি
আর কখনো বলবোনা তোকে ভালোবাসি।
হায় হায় হায়- আমি বুঝতে পারিনি!
ওই পাড়ায় তোর জন্য বকুল কুড়াতে গেছি,
আমার চোখের দিব্বি-
এই দ্যাখ- দুই কান ধরে বলছি;
আর কোনোদিন হবেনা একটু দেরি
এক্ষুনি তোর বাইকে উঠছি।
আয়- আয় তবে দু’জনে দু’জনার কান ধরি,
মুখোমুখি- দশবার উঠি আর বসি
জান প্রাণ গেলেও তোকে ভালোবাসি।
শুভ নব বর্ষ ১৪২৩