১-
ভুলে যাওয়া ভালো; দান, খয়রাত, রাগ, ক্ষোভ, জেদ
তবে কখনোই উপকারিকে নয়- তা যতই ছোট হোক।

২-
গোছানো ঘর ভাংগা যার ধর্ম
তাঁর কাছে মেঘের গর্জন, বৃষ্টির বর্ষন- তুলশি গাছের নিমন্ত্রণ।