আমি হতে চাইনা এত প্রশ্নবিদ্ধ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, নেতা, বিরোধী দলীয় নেতা!
আমি হতে চাই একাত্তরের সোহরাওয়ার্দি, হক-ভাষানি, তাজ-মুজিব-জিয়াউর
আমি হতে চাই বায়ান্নর রফিক সালাম বরকত জব্বার।

আমি হতে চাইনা এত প্রশ্নবিদ্ধ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, নেতা, বিরোধী দলীয় নেতা!
আমি হতে চাই সুভাষ বসু, মহাত্মাগান্ধি, মাদার তেরেসা।

আমি হতে চাইনা এত প্রশ্নবিদ্ধ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, নেতা, বিরোধী দলীয় নেতা!
আমি হতে চাই অং সান সুচী, শিরিন এবাদি, হেনরি কিসিঞ্জার, কফি আনান।

আমি হতে চাইনা এত প্রশ্নবিদ্ধ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, নেতা, বিরোধী দলীয় নেতা!
আমি হতে চাই ইয়াসির আরাফাত, হেনরি ডুনান্ট, নেলসন মেনডেলা।


সোম বার
২১ চৈত্র, ১৪২২
০৪ এপ্রিল, ২০০১৬
২৫ জমাদিউল সানি, ১৪৩৭

ভালুকা, ময়মনসিংহ