তোমরা কে আমার হাত-পা বেঁধে রেখোছো
কোমড় ধরে টানছ পিছে
গলায় ঝুলে রেখেছো অঘোষিত ফাঁসের রশি!
দিতে পারছিনা মিথ্যের মুখে স্বজোরে লার্থি;
শিমুল কাঠকে বলতে বলছ শাল সেগুন গর্জন
নোনা জলকে বলতে বলছ মিষ্টি সুস্বাদু,
শুধু চিনি-পানির টগবগ দেখে সবুর করতে বলছ-
বুঝাতে চাচ্ছ তৈরি হচ্ছে খাঁটি ঘি মাখন,
আর তখন যদি চোখ উচিয়ে তাকাই
তবে সে চোখে ছুড়ছো অদৃশ্য কালো বন্দুকের গুলি
হিসাব বিজ্ঞানে লিপিবদ্ধ নাই যে গুলির ডেবিট ক্রেডিট।
তোমরা কে- কে- ?
কে আমার ঠোঁটে ঢেসে এটে দিয়েছ কুলূপ,
সত্যিই কি তোমরাই সেই সাদা পতাকাবাহি
না অন্তরালে কালো পতাকার আবর্তনকারি।
বৃহস্পতিবার
১১ চৈত্র, ১৪২২
২৪ মার্চ, ২০১৬
১৪ সামিউল সানি ১৪৩৭
ভালুকা, ময়মনসিংহ