আম গাছে মোরগ ওঠে
সারা গ্রাম জাগিয়ে তোলে,
শিয়াল বসে গাছের নিচে
গান ধরেছে মনের সুখে
আজ খাবো মোরোব্বা করে।

খড় কুটোর আগুন জ্বেলে
গল্প-গুজব মিতালী মিলে,
মোরগ নিচে শিয়াল দেখে
চুপটি করে পাশের গাছে  
আসছে নেমে কানের কাছে।

শিয়াল ভাবছে ঘুমিয়ে গেছে
মোরগ পড়বে আগুন পরে;
দারুণ মজা! হুর--রে-রে-
আগুন তেড়ে ধরেছে লেজে।

নিজের ফাঁদে নিজেই ফেসে
আগুন এখন সারা গোঁফে,
কুক-কুরু-কুক ভোর হয়েছে
মোরগ বিষ্ঠা দিলো নিভে।


বুধ বার
১৯ ফাল্গুন, ১৪২২
০২ মার্চ, ২০১৬
২১ জমাদিউল আউয়াল, ১৪৩৭

ভালুকা, ময়মনসিংহ