শত শুভ জন্মদিন ফিরে আসুক বার বার তোমার
এই শুভ কামনা রইল নিরন্তর
গত যত ভুল, অগ্রে- সব যেন হয় ফুল-
এই যেন হয় তোমার প্রতিজ্ঞা,
পৃথিবীকে করবে আরো আলোকিত শত্রুকে পরাজিত
এই যেন হয় তোমার দৃঢ় লক্ষ্য।
শত শুভ জন্মদিন ফিরে আসুক বার বার তোমার
এই শুভ কামনা রইল নিরন্তর,
নোনাকে যেন নোনা বলতে পার- মিঠাকে মিঠা
ঝালে যেন পাওনা কখনো ভয়,
সেই শক্তি সাহস তোমাকে দেন যেন খোদা।
শত শুভ জন্মদিন ফিরে আসুক বার বার তোমার
হৃদয়ের সদ্য ফোঁটা-
সতত সলীল শত কোটি ভালোবাসা রইল আমার।
মঙ্গল বার
১৮ ফাল্গুন, ১৪২২
০১ মার্চ, ২০১৬
২০ জমাদিউল আউয়াল, ১৪৩৭
ভালুকা, ময়মনসিংহ