কার সাথে গোসা করে- কথা বলিনা আমি কার সাথে;
যে আমার ভালোর সৃষ্টিকর্তা
যে আমার মন্দের সৃষ্টিকর্তা।
যে রাতের সৃষ্টিকর্তা
যে দিনের সৃষ্টিকর্তা
যে আসমান-পাতালের সৃষ্টিকর্তা,
যে মেঘ-তুফান-বজ্রপাত-বৃষ্টি, কোমল শীতলের সৃষ্টিকর্তা
-তাঁর সাথে?

যে সাগর মহাসাগরের সৃষ্টিকর্তা -তাঁর সাথে।

কার সাথে গোসা করে- কথা বলোনা তুমি কার সাথে;
যে তোমার বাহিরের খবর রাখে
যে তোমার ভিতরের খবর রাখে
যে তোমার মনের ভেতরের মন- সে খবর জানে
-তাঁর সাথে?

কার সাথে গোসা করে- কথা বলিনা আমি কার সাথে;
যে আদির সৃষ্টিকর্তা
যে বর্তমানের সৃষ্টিকর্তা
যে ভবিষ্যতের সৃষ্টিকর্তা
যে শত পাহাড় সমতুল্য মহাপাপ-ভুল, গোনাহ করে ক্ষমা-
তাঁর কাছে আমার লজ্জা?

বেমানান- বেমানান- বড় বেশি বেমানান
হতভাগা আমি; নিছুক! অযথাই খামাকা তোমার অভিমান।

হাত উঠাও- মাথা নামাও-
শুধু তোমার অন্তরে নয়- ঢোকো- ঢোকো- তাঁর অন্তরেও!
সহসা ঢুকতে না পারলে কড়া নাড়ো- কড়া নাড়ো- কড়া নাড়ো-
কড়া নাড়তে নাড়তে মনের কৃঞ্চ কড়া সরাও,
কড়া ছিড়ে ফেলো তোমার কলোপ থেকে।
কড়া উপড়ে ফেলতে ফেলতে তোমার চোখের জল ছোঁয় যেন জমিন,
যা দিয়ে সৃষ্টি আশরাফুল মাখলুকাত।  
জমিন বেঈমান নয়, সে- ঠিক ঠিক সাক্ষী দেবে-ই দেবে
আর সেদিন নির্ধারিত সঠিক প্রাপ্তি সুনিশ্চিত;
তিনি যে পরম দয়ালু, মহান দাতা, সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা।


রবিবার
১৬ ফাল্গুন, ১৪২২
২৮ ফেব্রুয়ারি, ২০১৬
১৮ জমাদিউল আউয়াল, ১৪৩৭

উত্তরা, ঢাকা