বিকে আর সিকে চায় দুই দিকে
একে একে তিন- কয় মেনে নিতে
দুই জন দুই দ্বণ্ড নয় এক সাথে,
বিকে গেলে আগে সিকে টানে পিছে
ডিপ জলে নেমে জিহ্ব কাটে জেদে।

ধীরে ধীরে তাতে তিতা আরো বাড়ে
এক দুই করে বারো তেরো বাজে
নাক ঠোঁট চোখ অর্ধ পচা খাদে-
চোট ভোগ লোকো ঢের গেলো কমে।

এত দিন পর মুন্ড গেলো খুলে;  
আমাঃ নিয়ে দুষ্ট-ধৃষ্ঠ মজা লুটে  
জলে ঠেলে দিয়ে পিছে খিলে নাচে
গোল সম–সম, দুই-দুই কোটে।

বিকে গাছে ওঠে সিকে মই ধরে
সিকে ল্যাঙ খেলে বিকে টেনে তোলে
অমাঃ তাই ভয়ে দুরে দুরে থাকে
চাঁদ- সূর্য- হাসে এক এক সাথে,
কুট মুখ প্যাঁচা- বিকে সিকে কাঁধে।



সোমবার
১০ ফাল্গুন, ১৪২২
২২ ফেব্রুয়ারি, ২০১৬
১২ জমাদিউল আউয়াল, ১৪৩৭

ভালুকা, ময়মনসিংহ