ঘাঘটের ঘাটে আজো কি তুমি একলা একলা আসো
ওপাড়ে আমার আসার পথের- পথ চেয়ে থাকো
বলাকা শালিকের গুঞ্জনে গুঞ্জনে নিজেকে ভুলিয়ে রাখো,  
খগেন কাকার চটকা জালে মনকে রাঙিয়ে তোলো
আমিন দাদার ডিঙি নৌকায় বিনাদেনায় পার হও এপাড় ওপার,  
নাকি আমায় তোমার আর ঘুনাক্ষরে ম-নেই পড়েনা;  
ইট পাথরের নয়া ঘর বেঁধে খরের কথা ভুলে গেছো।
বাড়ির পাশে তাতীর ভিটায় সাপ-বেজির সংঘ কি আর দেখো
নাকি! ও- ভিটায় আর যাওনা কখনো আমায় মনে হবার ভয়ে।
সেই শিমুলের বুড়ো গাছটি আজো কি বেঁচে আছে;
যার নিচে বসে তোমার আমার স্বপ্নগুলো আকাশে উড়াল দিতো
যেখান থেকে শ্রাবনেও দেখা যেতো ঝাউ গাছে কোকিল
নাকি নভো মন্ডলের শত আবিষ্কার ওখানেই ফুরে গেছে।



রবিবার
০৯ ফাল্গুন, ১৪২২
২১ ফেব্রুয়ারি, ২০১৬
১১ জমাদিউল আউয়াল

ভালুকা, ময়মনসিংহ