আমার দুঃখের অনলে এত সুখ যে ছিলো লুকে
তা কখনো ভাবিনি আগে!
আজ তুমি এসে সেই প্রোফাইল করলে ওপেন
আমার পাসওয়ার্ড ছিলো বুঝি তোমার হাতে!
প্রতিটি পোস্টের ভাঁজে ভাঁজে বসন্ত ছড়ানো
পাপড়িগুলো কত তরতাজা;
লাইক কমেন্টে ফড়িংদের অবিরত ঘোরাঘুরি
প্রজাপতিদের হাস্নাহেনার মেলা,
আজ অত নীলাকাশে উড়ছে- উড়ছে- সীমাহীন কত ঘুড়ি।
আমার দুঃখের অনলে এত সুখ যে ছিলো কি করে
বুকের ভেতরও হানাহানি করেনি কোনোদিন ভুল করে
এত নুইয়ে পড়া অব্যক্ত তোমার ভালোবাসা!
একা একা তুমি এতদিন রেখেছিলে কোন ঘরে-
আমার অসম্ভব তোমার মতন মক্ষি আগলে রাখতে।
০৫ ফাল্গুন, ১৪২২
১৭ ফেব্রুয়ারি, ২০১৬
০৭ জমাদিউল আউয়াল, ১৪৩৭
ভালুকা, ময়মনসিংহ