গত কতদিনের না ঘুমানো চোখের নিচের ধূসর দাগ
আজ এক রাতেই মূছর্না- মিটাতে পেরে তোমার সাধ।
  
তোমার এলোমেলো চুলে যখন ঢেকে যায় আমার চোখ মুখ
তখন আসমান জমিনে আর রয়না কোনো দুখ
কোনো কিছু আর রয়না স্থির, যোগ বিয়োগ গুন ভাগ এক
যদিও কখনো কখনো দুরু দুরু কাপে আমার এই বুক
তবুও গোপনে গোপনে ফিরে ফিরে ফির আসি;
তোমার বুকে মাথা রেখে অবলা একফালি নিতে সুখ
আমার শার্টে বুকে লেপে থাকে তোমার লিপস্টিকের দাগ,  
তুমি পাশে না থাকলেও তাই নিয়ে কেটে যায় আমার সারাটা রাত।

আমার ঠোঁট জিহবা মানবেনা তোমার আর কোনো বারণ
অযাচিত আপাদমস্তক করবে তোমায় আলিঙ্গন।
তুমি ম্যাগনেফাই দিয়ে চেক করে নিও তোমার সোনালী মোম
শত খুঁজেও পাবেনা কোঁথাও কিঞ্চিত একটু আধটু খুঁত।

আমি তোমাকে চাই শুধুই তোমার মতন; ন্যাচারাল!
যেন তোমার সতেজ ঘ্রাণ জীয়ে রাখে আমায় সারাক্ষন।


শনিবার
০১ ফাল্গুন, ১৪২২
১৩ ফেব্রুয়ারি, ২০১৬
০৩ জমাদিউল আউয়াল, ১৪৩৭

ভালুকা, ময়মনসিংহ