তুই চুরি করে আমার এই সুপ্ত অবুঝ অশান্ত মন
- যেতে চাস কোঁথায় এখন?
তোরে যেতে দেবোনা থাকতে আমার এতটুকু জীবন
তুই যে আমার এখন আপনের চেয়েও বড় আপন,
আমায় নিয়ে পতিত জমিতে- যে দুঃস্বপ্ন করেছিস বপন
দু’জনে মিলে তা করব রোপন
শত বাঁধা এলেও মানবোনা কারো কোনো অনুশাসন।
ত্যাগ-তিতিক্ষা, মান-অভিমান;
চলার পথে অতি সামান্য কিছু অনুযোগ, বিয়োগ;
চলার পথকে করে আরো গতিময়
চলার পথকে করে আরো সুদৃঢ়, সুদীর্ঘ
চলার পথকে করে স্বার্থক সাফল্যমন্ডিত।
চলার পথে সামান্য কিছু ভুল- ভুল নয় ফুল
বড় ভুলকে শুধরিয়ে শক্ত করে মূল,
চলার পথে সামান্য কিছু ব্যথা- ব্যথা নয় সতর্কতা
ব্যর্থ করে পাগলা হাওয়া আবোল তাবোল ঝড় ঝাপটা।
রবিবার
২৫ মাঘ, ১৪২২
০৭ ফেব্রুয়ারি, ২০১৬
২৭ রবিউস সানি, ১৪৩৭
ভালুকা, ময়মনসিংহ