হ্যালো- হ্যালো মিস্টার সুমন
তুমি কোন প্রেমের দুশমন
চুরি করে আমার ত্রি-নয়ন  
টালটি বালটি করছ এখন!

উল্টা পাল্টা হাঁটলে পথে
বেড়ি পড়াব তবে তোমার পায়ে
গোলাপ গাছের সাথে বেঁধে
আকাশের তারা গুনব নিশি রাতে
ঠোঁটে ঠোঁটে হাসি হেসে
চাঁদকে ডাকব আরো কাছে।  

খুশির বৃষ্টির বন্যা বয়ে
ভেলা পাঠাবো গাঁয়ের লোকে
আপেল দেবে তাঁদের মিস্টার সুমন
হাস্নাহেনায় ভরাবে মৌ-বন।



শুক্র বার
২৩ মাঘ, ১৪২২
০৫ , ফেব্রুয়ারি ২০১৬
২৫ রবিউস সানি, ১৪৩৭

বাস, গাজীপুর