সব আশা কি আর কূল কিনারা খুঁজে পায়
কিছু কিছু আশা সাগরেই ভেসে বেড়ায়
যখন কখনো স্বাদ লয় মিঠা কখনও নোনা জলের
জোয়ার ভাটার রোষানলে পৃষ্ঠ অনবরত,
কচুরিফুলের সেথায় দাঁড়াবার কোঁথায় ঠাঁই
সৌন্দর্য বর্ধন! দুরেই থাক-
মাতাল ঢেউয়ের কাছে পরাজিত, অসহায়
শৈবালের বিস্তৃত বেড়া জালে আবদ্ধ।
যাদের সরানোর দ্বায়িত্ব; কীট পতঙ্গ
তাঁরাই করছে ইচ্ছে মতন আগাছা বপন রপন
মরিচিকার দাপটে মুক্তার দাঁত অপহরন,
নিশ্চয়ই হীরা একদিন কাঁটবেই ফলিন বাঁধন
সেদিন কচুরিমোতাই বিশ্ব জুড়ে ছড়াবে সৌরভ।
রবিবার
১১ মাঘ, ১৪২২
২৪ জানুয়ারি, ২০১৫
১৩ রবিউস সানি, ১৪৩৭
ভালুকা, ময়মনসিংহ