এখনও কি তোমাদের প্রেম আমাদের ছিল যেমন
রাত জেগে জেগে তার শত ছবি আঁকো,
কখনও শুয়ে কখনও বসে কিংবা ঘুমের ঘোরে তাঁকে ছুঁতে যেয়ে
আচমকা ঘুম থেকে জেগে ওঠো।
নীরবে দাঁড়িয়ে জানালার ফাঁকে শিক ধরে ওই দূর আকাশের তারার সাথে
কথা বলতে বলতে ফজরের আযান শোন।
এখনও কি তোমাদের প্রেম আমাদের ছিল যেমন
বকুল ফুলের মালা গেঁথে কদম কৃষ্ণচুড়া গাছের ছায়ায় বসে
তাঁর অপূর্ব একটা হাসির জন্য অপেক্ষা- অপেক্ষা কর।
এখনও কি তোমাদের প্রেম আমাদের ছিল যেমন
শীতের বিকেলে সরিষা ক্ষেতে শাক তোলার ছলে দু’জনে চোখে চোখে হাজার কথা বল
সন্ধ্যে হলে পুকুর পাড়ে শিমুলের নিচে বসে একে অন্যের আলতো হাত ধর।
এখনও কি তোমাদের প্রেম আমাদের ছিল যেমন
বই খাতা চন্দ্র সূর্য যা পাও সম্নুক্ষে তাই সাক্ষী রেখে ভালোবাসার আগামী দেখ
মেলায় যেয়ে বাঁশের বাঁশি কিনে নিশুতি রাতে তাকে একলা সুরে তোল।
এখনও কি তোমাদের প্রেম আমাদের ছিল যেমন
পীর আউলিয়ার মাজারে মানত দানো; তুমি যেন কখনও ভুলে যেওনা আমাকে-
তাঁর সাথে সময়ে অসময়ে একদিন দেখা না হলে দিনভর উপোস থাক।
শুক্র বার
০৯ মাঘ, ১৪২২
২২ জানুয়ারি, ২০১৬
১১ রবিউস সানি, ১৪৩৭
বাস, গাজীপুর