মাগো তোমার চরনে ধন্য আমার আশীর্বাদ
তোমার আদর আমার চির জান্নাত
তোমার দরদ আখেরাতের পুলসিরাত
তোমার মোনাজাত রাসূলের সাফায়াত
পাইয়ে দেয় আল্লাহ-তায়ালার আরশ।
তুমি যদি মাগো আমায় না কর মাফ
সহস্র দুনিয়ার বৃথা মোনাজাত
মলিন হয়ে যাবে আমার রবি, পূর্ণিমার চাঁদ।
মাগো তোমাকে নয়-
তোমার দিকে চোখ রাঙিয়ে কথা বলা নিষেধ
তোমার চোখের জল মাটি ছোঁয়ার আগে
পুড়ে ছারখার-ছাই হয় আসমান জমিন
পদে পদে লাঞ্জনা গঞ্জনার নাই অবকাশ।
মাগো আমায় আরো দাও তোমার স্নেহ মমতা
যদিও কস্মলিন শোধ অসম্ভব-
তোমার অকৃত্রিম ঋণের এতটুকু কানা কড়ি।
শনিবার
০৩ মাঘ, ১৪২২
১৬ জানুয়ারি, ২০১৬
০৫ রবিউস সানি, ১৪৩৭
ভালুকা, ময়মনসিংহ