তোমার চোখে যখন আমার চোখ পড়ে
শব্দেরা তখন নাচানাচি করে
সোডিয়াম মারকারি নিয়ন গৌরম্বাবিত,
আর সাথে সাথে বিজয় বাবুর দেহ মন পোড়ে
সোল্ডারিং আয়রন যেমন পিসিবি কার্ডে।
তোমার স্বপ্নীল হাত যখন আমার হাত ধরে
প্রজাপতি-ফড়িং; আঁকাশ ছুঁই ছুঁই করে,
তখন বিজয় বাবুর স্ট্যাটাস ফেসবুকে-
তুমি নষ্ট সিলিং ফ্যান আমি তার কারিগর।
রিয়েল; তুমি আমার পিসিবি কার্ডের ক্যাপাসিটর
বিশুদ্ধ বিদ্যুত সঞ্চালন,
তুমি আমার পিসিবি কার্ডের ভ্যারিবল রেজিস্টর
প্রয়োজন মাফিক পূর্ণ সহায়ক।
তুমি আমার সার্ভো-অ্যামপ্লিফায়ার
টোটাল সিস্টেমের ফিড ব্যাক,
তুমি আমার সিস্টেমের মেইন সার্কিট ব্রেকার
ট্রিপিং পজিশনে এলোমেলো অকার্যকর।
বুধবার
৩০ পৌষ, ১৪২২
১৩ জানুয়ারি, ২০১৬
০২ রবিউস সানি, ১৪৩৭
ভালুকা, ময়মনসিংহ