পাড়া পড়শির কথার জ্বালা
বুক হয়ে যায় খারা ফারা
সকল সুখের খেলার বেলা
মাঠ পড়ে রয় একলা ফাঁকা।
আগের মতন কওনা কথা
ফেবুতেও আর দাওনা দেখা
ট্যাগ দিলে দাও তখনি মূছে
চ্যাট রেখেছ অফ করে,
ম্যাসেজ রেসপন্স আসেনা ফিরে
ভাইবার ইমো অমনি কাঁদে।
পড়শিরা দেখে তাই দুষ্ট হাঁসে
শত বিরহ কমেন্টস পড়ে-
হার্ড ডিস্ক শুণ্য তোমায় ছাড়া
উত্তরের অপেক্ষায় টুইটার বার্তা।
মঙ্গল বার
২৯ পৌষ, ১৪২২
১২ জানুয়ারি, ২০১৬
০১ রবিউস সানি, ১৪৩৭
ভালুকা, ময়মনসিংহ