তওবা তওবা তওবা
তোমার দিকে আর তাঁকাবনা,
না- না- না
তুমি আমার একান্ত বাদশাহ্‌।

তওবা তওবা তওবা
ওপথ দিয়ে আমি আর হাঁটবনা,
না- না- না
তোমার জন্য সব রাস্তা খোলা।

তওবা তওবা তওবা
তোমার বাগানের ফুল আর ছোঁবনা,
না- না- না
তুমি ছাড়া আমার ফুল ফুঁটবেনা।

তওবা তওবা তওবা
তোমার চন্দিমায় আমি আর আসবনা,
না- না- না
তুমি ছাড়া চাঁদ কোন আলো ছড়াবেনা।

তওবা তওবা তওবা
আমায় আসতে আর শপথ করনা,
না- না- না
খোদার কসম তওবা আর বলনা।



বুধবার
২৩ পৌষ, ১৪২২
০৬ জানুয়ারি, ২০১৬
২৪ রবিউল আউয়াল, ১৪৩৭

ভালুকা, ময়মনসিংহ