১)
যে ঠেকায় পড়ে ঠকে!
সে কি আসলেই ঠকে?
সে পাওনাদার হয়ে যায় ঠকবাজের কাছে।

২)
আমরা যারা যাদের ছোট জাত বলে গালি দেই
তাদের এই অবস্থানের জন্য আমরা কী দায়ী নই?



"শুভ নব বর্ষ ২০১৬"


শুক্র বার
১৮ পৌষ, ১৪২২
০১ জানুয়ারি, ২০১৫
১৯ রবিউল আউয়াল, ১৪৩৭

ভালুকা, ময়মনসিংহ


১- ঐশ্বর্য অন্যের ওপর ভর দিয়ে চলে আর সৌন্দর্য নিজের পায়ে দাঁড়িয়ে অনেককে আলোকিত করে।

২- হায়রে দুনিয়া! যার প্রয়োজন তার খবর নাই আর যার প্রয়োজন নাই, সে আবেদন ছাড়াই পেয়ে যায়।


শুক্রবার
০২ মাঘ, ১৪২২
১৫ জানুয়ারি, ২০১৬
০৪ রবিউস সানি, ১৪৩৭

ভালুকা, ময়মনসিংহ