১ - মনে রেখো; তোমাকে মিছামিছি যে শত্রু ভাবে- তাকে তুমি যতই প্রাণ খুলে মিত্র মনে করনা কেনো, সুযোগে সে তোমাকে ঠিকই ছোবল দেবে।

২ - খেয়াল কর; যে লোক নিজে থেকে বেশি বেশি কসম ও দোহাই দেয়, সে লোক কখনই সুবিধের নয়, মিথ্যে বলা তার কাছে পুতুল খেলা।

৩ - কাউকে ভালো রাখা যত সহজ তার চেয়ে অনেক অনেক গুণ কঠিণ নিজে ভালো থাকা।

৪ - চাইলেই কাউকে ভালোবাসা যায় কিন্তু ইচ্ছে করলেই কারো কাছ থেকে তৎক্ষনাৎ ভালোবাসা পাওয়া যায়না।

৫ - ভালোবাসা নিজেই জানেনা ভালোবাসা কাকে বলে! আমি জানব কি করে।



শনিবার
২৮ অগ্রহায়ণ, ১৪২২
১২ ডিসেম্বর, ২০১৫
২৯ সফর, ১৪৩৭

ভালুকা, ময়মনসিংহ