কেনো তুমি নিজেকে ভাবছ শেঠ
তোমার কাছে পাতবে হাত
কতবার তো দিতে চেয়েছ- পেরেছ কী?
পারবেনা। চেষ্টাও কম করনি।
তুমি দেওয়ার কে?
মানুষ শুধু অছিলা মাত্র
সবকিছু ওপর ওয়ালার ইচ্ছে
তাঁর অনুমোদন ছাড়া কার সাধ্য কতটুকু?
তুমি ভিন্ন কি!
কি অতিরিক্ত তোমার আর আমার মধ্যে।
তোমাকে আমি মান্য করি
তাই বলে ভেবোনা; তুমি আমার মুনিব।
কাজকে আমি শ্রদ্ধা করি
তাই বলে ভেবোনা তোমার ভয়ে ভিতু।
সময়কে মেনে চলি, তোমাকে নয়।
দায়িত্বকে করিনা হেলা, এটা কর্তব্য।
বুধ বার
২৫ অগ্রহায়ণ, ১৪২২
০৯ ডিসেম্বর, ২০১৫
২৬ সফর, ১৪৩৭
ভালুকা, ময়মনসিংহ