বলেছিলাম; ঠিক একদিন আসব
তাই আজ আসলাম, এসে দেখি তুমি নেই!
অথচ তোমার থাকার কথা ছিল
বলেছিলে; অবশ্য অবশ্য থাকব,
বলেছিলে; অভ্যর্থনা দেবে- পেলাম প্রত্যাখান।
মনে করে দেখো;
আমার নিকট তোমার কতদিন অনুরোধ ছিল
একদিন এসো- জমবে চায়ের আড্ডা।
তোমার পথের আশায় রইলাম,
তাই আসলাম আর এসে দেখি তুমি নেই।
তুমি জেনে শুনে আসতে বলে- থাকলেনা!
চলে গেছো; আমার পৌঁছার কিছু পূর্ব মূহর্তে।
বললে এমন কি ক্ষতি ছিল; থাকবেনা!
খুব বেশি কি চাওয়ার ছিল;
বড়জোর দু'চারটা কথা আর একটু দেখা।
মঙ্গল বার
২৪ অগ্রহায়ণ, ১৪২২
০৮ ডিসেম্বর, ২০১৫
২৫ সফর, ১৪৩৭
ভালুকা, ময়মনসিংহ