জন্ম মাত্র হাতে পেয়েছি মৃত্যু পরোয়ানা
কেন তবে তোমায় করব ভয়, সত্য বলতে দ্বিধা, সংশয়। আমি অনঢ়।  
- কবর আমার আপন ঠিকানা।
মিথ্যের সাথে আপোষ বলছ তুমি? ছলনার সাথে সমঝোতা? প্রতারণার সাথে মিত্র?
ধর্মের নাম চৈত্রের মুলার দামে বিক্রি করতে বলছ তুমি?
গণতন্ত্রের সাথে- থেকে থেকে অভিনব হাসি মশকরা?
শহীদ, বীরঙ্গণা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাকে নিয়ে তিরষ্কার?
- তাদের সত্য রক্তের কসম, আমি এতটুকুও টলবনা।
স্বৈর-শাসকের সাথে রাতের আঁধারে আঁতাত করতে বলছ তুমি?
আলবদর রাজাকারের সাথে আন্ডার-গ্রাউন্ডে দূর্ভি সন্ধি?
অসম্ভব অসম্ভব অসম্ভব। অসম্ভব- অসম্ভব; তোমার এই প্রস্তাবনা!
বিবেকের কাছে আমি অন্তত হারতে পারিনা, আমি বিশ্বাস করি আখেরাত।
দুনিয়াদারি; পথের ধূলোবালি, সমুদ্র পৃষ্ঠে একটা ভাঙ্গা শিশির কণা।
এক পলক নয় সমান এই সাজ সজ্জা রং-তামাশা তিলোত্তমা।



রবিবার
২২ অগ্রহায়ণ, ১৪২২
০৬ ডিসেম্বর, ২০১৫
২৩ সফর, ১৪৩৭

ভালুকা, ময়মনসিংহ