চাঁদ কি শুধু আকাশেই ওঠে
কিছু কিছু চাঁদ জমিনেও হাঁটে
আকাশের চাঁদকে আরো উজ্জল করে
যে চাঁদ রংধনু ছড়ায় এই বুক জুড়ে।

ফুল কি শুধু বাগানেই ফোঁটে
কিছু কিছু ফুল হৃদয়েও জন্মে
ফুলের সৌরভকে আরো সুবাসিত করে
সে ফুল ঘরকে সর্বদা প্রফুল্ল রাখে।

স্বর্গ কি শুধু পরকালেই আছে
কিছু কিছু স্বর্গ এহকালেও বটে
স্বর্গকে পেতে সলীল সাধ জাগে
তার ছোঁয়া আরো অতি কাছে টানে।



রবিবার
০৮ অগ্রহায়ণ, ১৪২২
২২ নভেম্বর, ২০১৫
০৯ সফর, ১৪৩৭


ভালুকা, ময়মনসিংহ