দহনে দহনে তুমি যদি আমায় করবেই লয়
তবে এই নাও আরো হেক্টো-কোল কয়লা,
জ্বালাও- জ্বালাও- আরো জ্বালাও!
কেনো করছো মিছামিছি হীরক সময় পার
আমার তো বরং সুখ হয়,
নিমিষেই নিভে যায় তোমার জ্বালানো সব দহন
যখন মনে পড়ে আমার;
একদিন তুমি- ওই বুকে ঠাঁই দিয়েছিলে আমায়!
বলেছিলে ভালোবাসা কাঁচের পূতুল নয়
সিরামিকের গ্লাস বাটি ডিনার সেট তাও নয়।
ভালোবাসা নীল আকাশের ধ্রব তারা
আঁধার রাতে মিঁটিমিঁটি চলার পথের চির সাথী-
প্রবাহমান নদীর স্বচ্ছ ঢেউ, যার যাত্রা অবিরত।
প্রথম যা কিছু তা কভূ ভুলবার নয়।