১)
কাপূরুষরাই স্ত্রীকে নির্যাতন করে
কারন তাদের কাছে পৃথিবীটা অনেক ছোট,
ঘরের বাইরে তাদের চলার পথ অন্ধ ।
২)
জাতী তখন বড়ই বেঈমান
যখন হীন স্বার্থে প্রজার শর্ত বিক্রি করে
যেন এ দেশের সে বাসিন্দাই নয়।
৩)
সেই বন্ধু- কারোই প্রকৃত বন্ধু নয়
যে নিজের স্বার্থে ওয়াদা ভংগ করে,
সে শত্রুর চেয়েও ভয়ংকর, হিংস্র।
বুধবার
২০ কার্ত্তিক, ১৪২২
০৪ নভেম্বর, ২০১৫
২১ মহরম, ১৪৩৭
ভালুকা, ময়মনসিংহ