এসো সবাই হাতে হাত মিলাই
দুশমন তাড়াই
প্রাণ পণে দেশকে ভালোবাসি,
অতীতকে ভুলে
অনবদ্য সামনের পথে হাঁটি
ভিত্তি মজবুত করি।
যেখানে অন্যায়
সেখানেই ঘোর প্রতিরোধ গড়ি
প্রতিবাদের ঝড়ে
মূল-তৃণমূল উৎপাটন করি,
যদিও সে আমার ভাই
আওয়ামী জামাত জাপা বিএনপি।
আর জন্ম নয় ঘাঁটাঘাঁটি
সৎ কর্মকে প্রাণ ভরে শ্রদ্ধা করি
নিভাই অশুভ শক্তি,
এসো সবাই হাতে হাত মিলাই
প্রিয় বাংলাদেশকে
মণি মুক্তা হীরা দিয়ে সাজাই।
মঙ্গলবার
১৯ কার্ত্তিক, ১৪২২
০৩ নভেম্বর, ২০১৫
২০ মহরম, ১৪৩৭
ভালুকা, ময়মনসিংহ