আপন ভেবে কাছে আসি বলেই
বার বার দাও দূরে ঠেলে  
তোমাকে ভালোবাসি জেনেই
বার বার কাঁদাও অঝরে!

এই হৃদয়ে গেঁথেছি শুনেই
চূলায় জ্বালাও আমায়!
তোমায় কখনো ভুলবোনা মানেই
বার বার ভোলার নোটিশ পাঠাও।

একা একা হবোনা বাবুই বলেই
বার বার খড় কুঠো কেড়ে নাও,
তুমি ছাড়া মধুবন নয় নিশ্চয়ই
তাই আমার পরাগ সূলে দাও।
  



সোমবার
১৮ কার্ত্তিক, ১৪২২
০২ নভেম্বর, ২০১৫
১৯ মহরম, ১৪৩৭

ভালুকা, ময়মনসিংহ