কাছে আসার দিলাম অভয়
তবু কেন তুমি দূরে দূরে রও,
ভালোবাসার দিলাম প্রত্যয়
তবু কেন দিতে এসে ফিরে যাও।
সব চাবি আজ দিলাম তোমায়
তবু রেখোনা কোনো সংশয়,
ইচ্ছে মতন সবকিছু খুলে নাও
যতটা পারো ততটা ইচ্ছে ফুরাও।
সব ডানা মেলে দিলাম তোমায়
উড্ডয়নে কমান্ড কর আমায়,
আমার এলোমেলো চুলগুলো
তোমার হাত খোপা করে নাও।
রবিবার
১৬ কার্ত্তিক, ১৪২২
০১ নভেম্বর, ২০১৫
১৭ মহরম, ১৪৩৭
ভালুকা, ময়মনসিংহ