দৃষ্টির সীমানা আছে,
তোমার ভালোবাসার সীমানা নাই।
বৃষ্টির পরিমাপ আছে,
তোমার বসন্তের কোনো অন্ত নাই।
আকাশে মেঘ জমে,
তোমার ভালোবাসায় কালিমা নাই।  
বাতাসে দমকা ওঠে,
তোমার সিদ্ধান্তে কোনো নড়চড় নাই।
শিকারীর লক্ষ্যভ্রষ্ট আছে,  
তোমার প্রেম থেকে ফেরার পন্থা নাই।
সারাদিনে আধোরাত আছে,
তোমার ছোঁয়াতে একবিন্দু সন্ধ্যা নাই।  
পাথরের ক্ষয় আছে,
তোমার আমার বিশ্বাসের বিষয় নাই।  



বুধবার
১৩ কার্ত্তিক, ১৪২২
২৮ অক্টোবর, ২০১৫
১৪ মহরম, ১৪৩৭

ভালুকা, ময়মনসিংহ