আজও আমি ভেবে আকুল
ঘাঘট তীরে কাশবনে ব্যাকুল
কে বেশি সুন্দর-
কার বেশি ক্বদর?
তুমি, না ওই ভরা পূর্ণিমার রাত,
না ওই সাত রাজার ধণ গুপ্ত অমৃত?
তোমার মুক্তা ঝরা হাসির কাছে
সব যে কুপোকাত;
তৎক্ষনাৎ খুলে যায় হাজারটা বাঁধ,
বহুকালের স্রোত হারা নদী
আরো উজ্জবিত করে
পূর্ণ যৌবনের অনবদ্য গতি।
তুমি বাধলে সাধ;
তবেই স্বার্থক চাঁদনি রাত
এগুয়ে যায় পৃথিবী আরো সম্মুক্ষে
আনন্দে স্বাচ্ছন্দে আরো কয়েক ধাপ।
সোমবার
১১ কার্ত্তিক, ১৪২২
২৬ অক্টোবর, ২০১৫
১২ মহরম, ১৪৩৭
ভালুকা, ময়মনসিংহ