কে কে যাবে তোমরা চাঁদের হাঁটে
হাত বাড়িয়ে দাও তবে রাসুলের হাতে
শক্ত করে দাঁড়াও তবে ওই নভো যানে।
ফেরিওয়ালা তুমি, ফেরিওয়ালা আমি,
ফেরিওয়ালা; আদি, অদ্য, দিগন্ত!
তাই চলতি পথেই কিনতে হবে গ্রহ নক্ষত্র
কখনো বিকাতে হবে হীরা জহরত উল্কা
আর ডাস্টবিনে আগ্নেয়গিরি লাভা।
কে কে যাবে তোমরা চাঁদের হাঁটে
দেরি করিওনা তবে আর বৃথা অজুহাতে
দেখতে দেখতে কখন যে বেলা যাবে ফুরে!
রাসুলের কাছে তাল-দূর্বা সকলে মিতালি
এক সাথে পাড়ি দেয় দীঘি, নদী, সমুদ্র-
সকলে এক সাথে দেখে রংধণু-সূর্য,
তাঁর একটা ভালোবাসা এক একটা পদ্য
সদা সদ্য- প্রফুল্ল; শেফালি, শাপলা, পদ্ম।
শনিবার
০৯ কার্ত্তিক, ১৪২২
২৪ অক্টোবর, ২০১৫
১০ মহরম, ১৪৩৭
ভালুকা, ময়মনসিংহ