মাঝে মধ্যেই শিয়ালটারে এত্ত করে বুঝাই
লম্বা ওর কানের ওপর ঠোঁট রেখে শুধাই
কেনরে বাবা অন্যের পিছে লাগিছ মিছামিছি?
এক-দুইদিন ভাল থাকিস, তৃতীয় দিনে ফাঁকি-
তোরে নিয়ে মহামারি লঙ্কা কান্ডোয় আছি।
তোরে আমার আদর সোহাগ দরদ দেওয়া বৃথাই
সুযোগ পেলেই অমনি তুই, সব ভুলে যাস মশাই!
লেজ নেড়ে আগের মতন করিস মোচরামুচরি
বিষ্ঠা শুঁকে চোখ উঁচিয়ে উল্টা ঘোরাঘুরি!
কুকুর ন্যায় স্বভাব যে তোর, আমিই ভুলে গেছি।
তবু তোরে অন্তর ভরে বিনয় নিবেদন করি
কুকুর শিয়ালের হাত নেই, তোর আছে দু’টি
পায়ের ওপর পাড়া দিয়ে আর করিসনা খোঁড়াখুঁড়ি,
বিষ্ঠা কেনো শুঁকবি তুই? তুই তো মহান জাতি!
তোরে- শুয়োরও যেন সদা স্মরে মনে প্রাণে ভক্তি।
সোম বার
১৩ আশ্বিন, ১৪২২
২৮ সেপ্টেম্বর, ২০১৫
১৩ জিল হজ্ব, ১৪৩৬
ভালুকা, ময়মনসিংহ